মোদির সবুজ হিরে উপহার বাইডেনের স্ত্রীকে! এতটাই দামী যে, আম্বানি ও দশ বার ভাববেন।

নিজস্ব প্রতিবেদন: অনেকেই জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi ) এখন মার্কিন সফরে রয়েছেন। এই সফর নিয়ে বিশ্ব রাজনীতির কেন্দ্রে রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী যে হোটেল এ রয়েছেন তার সুরক্ষা থেকে সবকিছু নিয়েই চর্চা চলছে। আর এইবার তার সফরের সব খরচ বহন করছে আমেরিকান সরকার। রাজনৈতিক মহল এহেন আচরণে বড় ধরনের কূটনৈতিক কোনো লক্ষ্য রয়েছে বলে মনে করছে।

এই আমেরিকান সফরে নরেন্দ্র মোদীর খাওয়া দাওয়া, হোটেল এবং বিশিষ্ট জন দের থেকে দেখা করা ইত্যাদি তো আলোচনার বিষয়বস্তু রয়েছেই তার পাশাপাশি আর একটি বিষয় উঠে এসেছে জো বাইডেন স্ত্রী কে দেওয়া নরেন্দ্র মোদীর উপহার। প্রধানমন্ত্রী মোদী জো বাইডেন এর স্ত্রী অর্থাৎ আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন কে যে সকল উপহার দিয়েছেন তার মধ্যে সবচেয়ে দামী সবুজ হীরে রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দু।

এই হীরে নাম সবুজ হীরে হলেও আদতে এটি সবুজ রঙের নয়, এটি দেখতে আর পাঁচটি হীরে মতোই সাদা ও উজ্জর হীরে। এইধরনের হীরে আর পাঁচটি হীরের মত খনি থেকে বের হয় না, এটি বিশেষ পদ্ধতিতে ল্যাবরেটরি তে তৈরি করা হয়। এটি বিশেষ ভাবে উৎপন্ন হয় এবং পরিবেশ বান্ধব হওয়ায় এটির নাম সবুজ হীরে। এই হীরে ল্যাব এ উৎপন্ন হওয়ায় ভাববেন না যে এই হীরে প্রাকৃতিক হীরের চেয়ে কোনো অংশে কম। যে কারণে এই হীরের দাম ও অনেকটাই বেশি।

এই হীরের দাম আর পাঁচটি হীরের চেয়ে আরো বেশি। GI সার্টিফাইড ৭ ক্যারেট হীরের সর্বনিন্ম মূল্য হলো ৮০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ যদি আমরা ভারতীয় রুপি তে দেখি তাহলে ৬৫ লক্ষ্য টাকা। প্রধানমন্ত্রী মোদী যে হিরেটি উপহার স্বরূপ দিয়েছেন সেটির ওজন ৭.৫ ক্যারেট, ফলে এটির দাম হলো ১২ লক্ষ্য মার্কিন ডলার। তাহলে হিসেব অনুযায়ী ভারতীয় মুদ্রায় এর দাম হলো ৯ কোটি ৮৩ লক্ষ ৬১ হাজার টাকা।

এই হীরের পাশাপাশি তিনি আরো অনেক কিছুই দিয়েছেন উপহার স্বরূপ। এই হীরেটি যেই বাক্সে দিয়েছেন সেই বাক্সটির ও রয়েছে অনেক বিশেষত্ব। এই বাক্সটি রয়েছে বিশেষ কারুকার্যে এবং এটি চন্দন কাঠ দিয়ে তৈরি। এই বাক্সটি কাশ্মীরি হস্তশিল্পী দের হতে তৈরি। এই বাক্সটির নাম হলো কার-ই-কলমদানি।

Leave a Comment