এবার চলে এসেছে বন্দে মেট্রো লোকাল ট্রেনের বদলে! মিলবে এমন ১৫ টি সুবিধা, যা আপনি ভাবতেও পারবেন না।

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় রেল ( Indian Railways ) নেটওর্য়াক প্রতিনিয়ত একের পর এক পদক্ষেপ নিচ্ছে রেল বেবস্থা কে আরো বেশি উন্নত থেকে উন্নততর করে তোলার জন্য। সেই সকল বিশেষ পদক্ষেপের মধ্যে অনেক কিছুই রয়েছে তা আমরা ইতি মধ্যেই দেখতে পাচ্ছি। তার মধ্যে রয়েছে বিশেষ উন্নতমানের পরিষেবা দাম, অনলাইন টিকেট বুকিং, নিরাপত্তা, যাত্রী সুরক্ষা আরো অনেক কিছুই রয়েছে। আরো বেশি দ্রুত পরিষেবার জন্য ভারতীয় রেল দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে বন্দে ভারত এক্সপ্রেস ( Vande Bharat Express )

বন্দে ভারত এক্সপ্রেস গতির জন্য এটি এখন আলোচনার বিষয়। এই বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যে দেশের ১৮ টি রুটে ছুটে চলেছে। তবে রেল মন্ত্রক থেকে শোনা যাচ্ছে যে এখন এই ট্রেন গুলি এক সহর থেকে অন্য শহরের মধ্যে যাতায়াত করবে। এই বন্দে ভারত ট্রেন গুলি মেট্রো নামে লোকাল ট্রেন এর জায়গায় ছুটবে। ইতিমধ্যেই মুম্বাই এ এমন পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে এবং রেল ডিপার্টমেন্ট থেকে জন্য গিয়েছে আগামী ৭ বছরের মধ্যে সেই লক্ষ্য বাস্তবায়ন হবে। আরো জানা যাচ্ছে যে মুম্বাই ছাড়াও বাংলার কপালেও রয়েছে লোকাল ট্রেনের পরিবর্তে বন্দে মেট্রো এসি। আর অন্দরমহল থেকে জন্য যাচ্ছে যে এই সকল ট্রেন গুলিতে যা সুবিধা থাকবে তা কল্পনাতীত।

১) ট্রেনের কামরা হবে ভেস্টিবিউল। থাকবে অটোমেটিক দরজা।

২) ট্রেনের শেষের দিকে থাকবে ভেন্ডার কামরা অর্থাৎ লাগেজ রাখার জায়গা। সেটিও হবে এসি।

৩) ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ইত্যাদি আর থাকবে না।

৪) প্রতিটি কামরায় থাকবে অত্যাধুনিক ডিজিটাল সব ব্যবস্থা।

৫) এখনকার ট্রেনের মতই আলাদা করে থাকবে লেডিস কামরা।

৬)  সিট এখনকার মত হলেও অনেক আরামদায়ক হবে।

৭) কামরার মধ্যে থাকবে সিসিটিভি ক্যামেরা, অ্যালার্ম ব্যবস্থা, জিপিএস ইত্যাদি।

৮) কামরার মধ্যে আলো হবে এলইডি।

৯) জানলাগুলি এখনকার তুলনায় বড় হবে।

১০) অগ্নি নির্বাপনের জন্য সমস্ত রকম বন্দোবস্ত থাকবে।

১১) ট্রেনগুলির সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ১৩০ কিলোমিটার।

১২) কামরাই থাকবে ব্যাকআপ ব্যাটারি।

১৩) কামরাগুলির মধ্যে থাকবে স্মার্ট এসি।

১৪) মোবাইল, ল্যাপটপ ইত্যাদি চার্জ দেওয়ার জন্য থাকবে চার্জার।

১৫) এছাড়াও থাকবে এমার্জেন্সি টক ব্যাক সিস্টেম।

Leave a Comment